ঝিনাইদহে ইয়াবাসহ কারারক্ষী গ্রেফতার
ই- বার্তা ডেস্ক।। ঝিনাইদহে ইয়াবাসহ সাময়িক বরখাস্ত হওয়া হোসাইন কবির নামে এক কারারক্ষীকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার জেলা শহরের লাউদিয়া এলাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে।
হোসাইন কবির ঝিনাইদহ জেলা কারাগারের কারারক্ষী (রক্ষী নং ৪২৪৫৯)। তিনি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার নিধিকুন্ডু গ্রামের মৃত মেছের আলী ছেলে।
এই বিষয়ে ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, ইয়াবা বিক্রির উদ্দেশে মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে জেলা শহরের লাউদিয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জেলা শহরের দিকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেলের গতিরোধ করা হয়।
চালককে আটকের পর দেহ তল্লাশি করে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত হোসাইন কবির নিজের কারারক্ষী পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিল। তাকে আদালতে হাজির করে পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে মেহেরপুর জেলা কারাগারের জেলার মো. শরিফুল ইসলাম যুগান্তরকে বলেন, আটক হোসাইন কবিরকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার পরে চলতি বছরের ২৬ মার্চ মেহেরপুর জেলা কারাগারে তাকে সংযুক্তি (ডেপুটেশন) করা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে স্ত্রীর দায়ের করা বিভাগীয় একটি মামলা চলমান রয়েছে বলেও জানান তিনি।