টাইগারদের সামনে আজ লংকা-পরীক্ষা
ই-বার্তা।। টি-টোয়েন্টি ক্রিকেট এখনও গোলকধাঁধা হয়ে রয়েছে বাংলাদেশের কাছে। ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত সংস্করণের ভাষা এখনও ধাতস্থ করতে পারেনি টাইগাররা।
নিদাহাস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ফের এর প্রমাণ দিয়েছেন তারা।অপেক্ষাকৃত দুর্বল ভারতের কাছে ৬ উইকেটে হেরে গেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
সম্প্রতি ঘরের মাঠে ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। টানা হারে দলের আত্মবিশ্বাস এখন তলানিতে। মাঠ ও মাঠের বাইরে পুরোই এলোমেলো টাইগাররা। বিপর্যস্ত দলটির আজ লংকা-পরীক্ষা।
তিন জাতি টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়াম থেকে সেটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন।
এ ম্যাচে হেরে গেলে সিরিজে ব্যাকফুটে চলে যাবে বাংলাদেশ। জিতলে সম্ভাবনা টিকে থাকবে। এমন ম্যাচে মূল একাদশ কেমন হচ্ছে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা।