টাঙ্গাইলে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
ই- বার্তা ডেস্ক।। টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ রোববার দুপুর ১২টার দিকে টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের যদুরপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কালিহাতীর আনালিয়াবাড়ি এলাকার সাত্তার এবং সেলিম।
কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেন দুর্ঘটনা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিহতরা এলেঙ্গা থেকে মোটরসাইকেলযোগে ভূঞাপুরে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে ইট ভাটার একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা দুজন মারা যান।পরে খবর পেয়ে পুলিশ এসে নিহতদের লাশ উদ্ধার করে।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম