টেস্ট দলে ফিরলেন সৌম্য
ই-বার্তা ডেস্ক।। আঙুলের চোটের কারণে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথম দুই টেস্টেও অধিনায়কের সার্ভিস পাবে না বাংলাদেশ। ইঞ্জুরিতে পরায় প্রথম টেস্ট খেলা নিয়ে শঙ্কায় আছেন মোহাম্মদ মিঠুনও।
এমন পরিস্থিতিতে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের ওয়ানডে দলে থাকা সৌম্য সরকারকে ডাক দেওয়া হয়েছে টেস্ট দলেও। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দলে তামিম ইকবাল না থাকায় খেলেছিলেন সৌম্য। তিন ইনিংস ব্যাট করে ০, ১১ ও ১৯ রান করায় নিউজিল্যান্ড সফরের টেস্ট দলে শুরুতে রাখা হয়নি তাকে। ২০১৬-১৭ মৌসুমে বাংলাদেশের সবশেষ নিউজিল্যান্ড সফরেও টেস্ট দলে ছিলেন সৌম্য। ইমরুল কায়েসের চোটের কারণে সেবার দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়ে ক্রাইস্টচার্চে ৮৬ ও ৩৬ রান করেছিলেন তিনি।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০তে হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে আগামী বৃহস্পতিবার। তার আগে শনিবার লিঙ্কনে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ দল।
বাংলাদেশের টেস্ট স্কোয়াড : তামিম ইকবাল, সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী, সৌম্য সরকার।
ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু