ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় নারী নিহত
ই-বার্তা ।। রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক নারী (২৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে খিলক্ষেত রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী এক যুবক জানান, ভোরের দিকে ওই নারী রেললাইন অতিক্রম করছিল। এ সময় কমলাপুরগামী একটি ট্রেনের নিচে পড়ে তিনি মারা যান। দুর্ঘটনার পর ওই নারীর দেহ তিন খণ্ড হয়ে যায়। পরে সকালে পুলিশ এসে উদ্ধার ওই নারীর খণ্ডিত লাশ উদ্ধার করে।
ঢাকা রেলওয়ে থানার এএসআই রবিউল্লাহ জানান, কমলাপুরগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে নারীর মৃত্যু হয়। ওই নারীর পরনে ছিল লাল ও কমলা রঙের সালোয়ার-কামিজ