ঠাকুরগাঁওয়ে বাস কাউন্টার থেকে চার বস্তা খুলিসহ হাড় উদ্ধার
ই-বার্তা ডেস্ক।। ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লি বাজার এলাকা থেকে চার বস্তা ভর্তি ৩ জন মানুষের মাথার খুলিসহ হাড় উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় ভুল্লি বাজারে ঢাকাগামী কান্তি পরিবহন নামে একটি নাইট কোচ কাউন্টার থেকে মানুষের মাথাসহ হাড়গুলো উদ্ধার করা হয়।
ঠাকুরগাঁও থানার এসআই আহমেদ বলেন, জব্দকৃত মাথার খুলি ও হাড় কবর থেকে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে ঢাকা নিয়ে যাচ্ছিলেন।
পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে ৭টায় ভুল্লি বাজারে কান্তি পরিবহনে ঠাকুরগাঁও শহরের তেলীপাড়া এলাকার মুকুল হোসেন নামে এক ব্যক্তি ওই ৪টি আলুর বস্তা বলে বুকিং করে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
তবে যাত্রীবাহী ওই গাড়িটি রংপুর কাউন্টারে পৌঁছলে কর্তৃপক্ষের সন্দেহ হলে বস্তা দেখে। পরে সেটি ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে আসা কান্তি পরিবহনে ওই বস্তাগুলো ফেরত পাঠায় কোচ কাউন্টার।
ঠাকুরগাঁও ভুল্লি কাউন্টারে বস্তা নামিয়ে খুললে মানুষের মাথার খুলিসহ বিপুল পরিমাণ হাড় পাওয়া যায়। পরে পুলিশ খবর পেয়ে তা স্থানীয় থানায় জব্দ রাখে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু