ডর্টমুন্ডের বিপক্ষে মেসিকে পাচ্ছে বার্সেলোনা?
চোট কাটিয়ে উঠেছেন বার্সা সুপারস্টার লিও মেসি। আছে খেলায় ফেরার জোরালো সম্ভাবনা। বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে দলে রেখেছেন বার্সেলোনা কোচ এরনেস্তো ভাল্ভার্দে।
চ্যাম্পিয়ন্স লিগের ‘এফ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় বরুসিয়ার মাঠে খেলতে নামবে বার্সেলোনা। ম্যাচটির জন্য সোমবার ২২ সদস্যের দল ঘোষণা করেছে ক্লাবটির কোচ। তাতে রয়েছেন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় মেসি।
পায়ের মাংসপেশীতে চোটের কারনে চলতি মৌসুমে এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলতে পারেননি মেসি।
প্রাক-মৌসুমে দলের সঙ্গে যুক্তরাষ্ট্র সফরেও যেতে পারেননি বার্সেলোনা অধিনায়ক।
পুরোপুরি সুস্থ না হয়ে মাঠে ফিরতে চান না বলে দুদিন আগে নিজেই জানিয়েছিলেন আর্জেন্টাইন তারকা। তবে রোববার পুরো দলের সঙ্গে অনুশীলনে নেমে ম্যাচ খেলার সম্ভাবনা জাগান মেসি। আর এবার তা আরও জোরালো হলো।