ডাকসু নির্বাচনে ছাত্রলীগের বিদ্রোহী প্যানেল ঘোষণা আজ
ই-বার্তা ডেস্ক।। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রলীগের প্যানেল চূড়ান্ত। ডাকসুর গুরুত্বপূর্ণ পদে সংগঠনটির শীর্ষ নেতাদের প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হল সংসদগুলোর ক্ষেত্রে হল শাখা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের বাইরে বেশ কিছু নতুন নাম আসায় সৃষ্টি হয়েছে জটিলতা।
বিদ্রোহী প্যানেল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে একটি অংশ। শনিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদককে অবরুদ্ধ করে রাখেন ছাত্রী হলগুলোর ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকরা। নেত্রীদের দাবির মুখে তাদের বিষয়টি ‘বিবেচনায় নেয়া হবে’ আশ্বাস দিয়েছেন ছাত্রলীগ সভাপতি
ছাত্রলীগ সূত্রে জানা যায়, যেহেতু হল ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকদের অধিকাংশই এখন কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় তাই তাদের হলের প্যানেলে জায়গা হয়নি। ফলে ক্ষোভ থেকে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি ও ঢাবি শাখার সাধারণ সম্পাদককে অবরুদ্ধ করেন তারা। এ সময় ক্যান্টিনের বাইরে থেকে ছাত্রলীগের বর্তমান নেতাদের অনুসারীরা সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের অনুসারীদের প্যানেলে না রাখতে স্লোগান দেন।
এসব বিষয় নিয়ে ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, উত্তেজনাকর কোনো পরিস্থিতি তৈরি হয়নি। আমরা হলের সভাপতি-সম্পাদকদের সঙ্গে মিটিং করেছি। ডাকসু নিয়ে কিভাবে কাজ করবে সে বিষয়ে আলোচনা করেছি। যারা যোগ্য এবং পরিচিত তাদের নাম প্রস্তাব করা হয়েছে। তাদের বিষয়টি দেখবেন মূল দলের হাইকমান্ড। তারা যে নির্দেশনা দেবেন তা নিয়ে আমরা কাজ করব।
এদিকে ছাত্রলীগের প্যানেল গঠন নিয়ে বিক্ষোভের মুখে বিদ্রোহী প্যানেল গঠনের ঘোষণাও দিয়েছেন কেউ কেউ। যদি প্যানেলে তাদের মূল্যায়ন না করা হয় তাহলে স্বতন্ত্র নির্বাচনের কথা ভাবছেন তারা। এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক উপসম্পাদক আল-মামুন সাংবাদিকদের বলেন, আমরা কেন্দ্রীয় সংসদে ২৫ জনের একটি প্যানেল দেব। রোববার বেলা ১১টায় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্যানেল ঘোষণা হবে।
ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু