ডার্বি হেরে ফেরার আশা দেখছেন না গার্দিওলা
ই-বার্তা ডেস্ক।। শেষ পাঁচ ম্যাচের তিনটিতেই পয়েন্ট খুইয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডের কাছে ২-১ ব্যবধানে হেরে শিরোপার আশা ছেড়েই দিচ্ছেন কোচ পেপ গার্দিওলা।
শনিবার রাতে নিজেদের মাঠে দারুণ শুরু করলেও ২৩ মিনিটে পেনাল্টি হজম করে প্রিমিয়ার লিগ শিরোপাধারীরা। সেখান থেকে মার্কাস রাশফোর্ডের গোলটির মিনিট ছয়েক পর আবারও ইউনাইটেডের আঘাত। এবার গোলটা এলো অ্যান্থনি মার্শিয়ালের পা থেকে, ইনজুরির কারণে যার মাঠে নামা নিয়েই সন্দেহ ছিল ম্যাচের আগে!
দুই গোলে পিছিয়ে বিরতিতে যাওয়া সিটিজেনরা দ্বিতীয়ার্ধে খেলেছে দারুণ কর্তৃত্ব নিয়েই। ৮০ ভাগের কাছাকাছি সময়ে বলের দখল রাখা সিটি ব্যবধান কমায় ৮৫ মিনিটে, নিকলাস ওটামেন্ডির কল্যাণে। তবে সমতাসূচক গোলটির দেখা আর পায়নি গার্দিওলার দল। ফলে শেষ পাঁচ ম্যাচে এ নিয়ে অষ্টম পয়েন্টটি খুইয়েই মাঠ ছাড়ে তারা।
এই হারের ফলে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে তাদের ব্যবধান গিয়ে ঠেকেছে ১৪ পয়েন্টে। এমনকী এক ম্যাচ কম খেলা লেস্টার সিটির চেয়েও ৩ পয়েন্ট পিছিয়ে সিটিজেনরা।
গেলো মৌসুমে এই ডিসেম্বর মাসেই সাত পয়েন্টে পিছিয়ে থেকে শিরোপা জিতেছিল গার্দিওয়ালার দল।
এবার সিটি কোচ বলেছেন, ‘লিভারপুলকে ধরার চিন্তা করাটা বাস্তবসম্মত নয়। অবশ্যই এটা খুব কঠিন। কারণ, প্রতিপক্ষ ১৬ ম্যাচের ১৫টিতেই জিতেছে এবং তারা দারুণ ছন্দে আছে। অন্যদিকে, আমরা প্রায়ই পয়েন্ট হারিয়েছি।’
তিনি বলেন, ‘এখন এসব নিয়ে ভাবার সময় নয়। আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে।’
ই-বার্তা/সালাউদ্দিন সাজু