‘ডেঙ্গু-চিকুনগুনিয়ায় আতঙ্কিত নয়, সচেতন হতে হবে’
ই- বার্তা ডেস্ক।। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন ।
গতকাল বৃহস্পতিবার নগরভবনের অডিটোরিয়ামে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধবিষয়ক সায়েন্টিফিক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জনগণের সচেতনতাই ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের মূল হাতিয়ার। ডেঙ্গু ও চিকনগুনিয়ার বিষয়ে জনগণের মধ্যে যেন আতঙ্ক ছড়িয়ে না পড়ে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। জনগণকে সচেতন করতে হবে। ডেঙ্গুজ্বর বাসায় বসে সাত থেকে ১০ দিনেই সাধারণভাবে ভালো হয়।
এ ব্যাপারে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। এ সময় তিনি ১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত মশক নিধন কর্মসূচি পরিচালনার ঘোষণা দেন। ডিএসসিসির স্বাস্থ্য বিভাগ আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম