ডেঙ্গু মোকাবিলায় মোহাম্মদপুর থানা ছাত্রলীগ
ই-বার্তা ।। ডেঙ্গু মোকাবিলায় মাসব্যাপী এডিস মশা নিধনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয় তারই ধারাবাহিকতায় ঢাকা মহানগর উত্তরের আওতাধীন সকল থানা, কলেজ ও ওয়ার্ড ইউনিটকে ডেঙ্গু মোকাবিলায় এডিস মশা নিধনের জন্য নির্দেশনা দিয়েছেন।
সাইদুর রহমান হৃদয়ের নির্দেশনার ভিত্তিতে মোহাম্মদপুর থানা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আইমান ওয়াসেফ অমিকের নেতৃত্বে মোহাম্মদপুর থানার বিভিন্ন পাড়া- মহল্লায় ও ওয়ার্ডের অপরিচ্ছন্ন জায়গা পরিষ্কার করা, মশা নিধক স্প্রে ও ধোঁয়া দিয়ে মশা নিধন কার্যক্রম করেছে সংগঠনের কর্মীরা।
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয় বলেন, ঢাকা মহানগরীতে করোনা ও ডেঙ্গু সমহারে মানুষকে আক্রান্ত করছে। করোনার সাথে সাথে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। আমরা যদি সচেতন না হয় ডেঙ্গু মোকাবিলা করা অনেক কঠিন হয়ে যাবে।