ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচন জাতীয় পার্টি এককভাবেই করবে: রাঙ্গা
ই-বার্তা ডেস্ক।। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি এককভাবেই নির্বাচন করবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কলাবাগান সুলতানা টাওয়ারে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এর আগে আমির হোসেন আমুর নেতৃত্বে আওয়ামী লীগ ও মসিউর রহমান রাঙ্গার নেতৃত্বে জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় জাতীয় পার্টি নির্বাচনের শেষদিন পর্যন্ত মাঠে থাকবে।
পার্টির সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে জাতীয় পার্টির দক্ষিণের মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলনের পক্ষে কাজ করার জন্য নির্দেশ দেন রাঙ্গা। এ ছাড়া উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে ওয়ার্ডে জাতীয় পার্টি সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের পক্ষে কাজ করতেও নির্দেশ দেন পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। একই সঙ্গে নির্বাচনের শেষ পর্যন্ত জাতীয় পার্টির নেতাকর্মীদের মাঠে থাকতেও নির্দেশ দেন তিনি।
উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।