ঢাবির পাঁচটি ছাত্রী হলের চারটিতেই সংখ্যাগরিষ্ঠতা পেল স্বতন্ত্র

ই-বার্তা ডেস্ক।।  ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে পাঁচটি ছাত্রী হলের চারটিতেই ভিপি পদে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা।

শামসুন্নাহার, কবি সুফিয়া কামাল ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের ভিপি-জিএস উভয় পদেই জয়ী স্বতন্ত্র প্রার্থীরা।  এছাড়া বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের ভিপি পদটিও জিতেছেন স্বতন্ত্র প্রার্থী রিকি হায়দার আশা।

শামসুন্নাহার হলে ভিপি, জিএস ও এজিএসসহ  ৮টি পদে স্বতন্ত্র প্যানেল জয়ী হয়েছে।  বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের হলে ভিপি ও জিএস সহ পাঁচ পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

কবি সুফিয়া কামাল হলে ছাত্রলীগ মনোনীত প্রার্থীকে হারিয়ে ভিপি নির্বাচিত হয়েছেন তানজিনা আক্তার সুমা।  একইভাবে স্বতন্ত্র প্রার্থী মুনিরা শারমিন নির্বাচিত হয়েছেন জিএস।

ই-বার্তা /আরমান হোসেন পার্থ