তালাকের নোটিশ হাতে পাইনি : অপু
ই-বার্তা ডেস্ক।। শাকিব আমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে গণমাধ্যমের খবরে জেনেছি । কিন্তু আমি তা হাতে পাইনি। কারণ আমি বাসায় ছিলাম না।
শাকিব তার পক্ষ থেকে ডিভোর্স দিয়েছেন এমনটা জানা গেছে। এ ব্যাপারে অপু বিশ্বাস বলেন, আগে চিঠি পাই।চিঠি পেলে কী ব্যবস্থা নেবেন এ প্রসঙ্গে জানতে চাইলে অপু বলেন, কী আর ব্যবস্থা নেব। সে যদি এমন সিদ্ধান্ত নিয়ে থাকে আমার আর কিছু করার থাকবে না। আমার পরিবারের লোকদের সঙ্গে বসে আলাপ করে সিদ্ধান্ত নেব। এমন কিছু হলে আমাদের দুজনেরই ইমেজ নষ্ট হবে। আমাদের একমাত্র ছেলের জীবনটাও একটা ধাক্কার মধ্যে পড়বে। দেখা যাক কী হয়।
২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব-অপু । বিয়ের ৮ বছরের মাথায় তাদের কোল জুড়ে আসে এক পুত্রসন্তান। তার নাম আব্রাহাম খান জয়। কলকাতার একটি ক্লিনিকে ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর সিজারের মাধ্যমে জয়ের জন্ম হয়।