তৃতীয় টেস্টে অনিশ্চিত তামিম
ই-বার্তা ডেস্ক।। ইঞ্জুরি যেন পিছু ছাড়ছে না টাইগার শিবিরে । সাকিব, মুশফিক এর তামিম এর নাম ও ইঞ্জুরি তালিকায় যোগ হল। আজ বৃহস্পতিবার অনুশীলনের সময় কুচকিতে ব্যথা পেয়ে মাঠ ছেড়ে বের হন এই বামহাতি ডাশিং ওপেনার ।
তবে ইনজুরি মারাত্মক কি না বা তামিম খেলতে পারবেন কি না-এ বিষয়ে এখনো জানা যায় নি টিম ম্যানেজমেন্ট থেকে।
টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তামিমের ব্যাথা গুরুতর তাই আপাতত তৃতীয় টেস্টে তার খেলার সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে।
ক্রাইস্টচার্চে আগামী শনিবার ভোর ৪টায় সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে। আগের দুই টেস্টেই ইনিংস ব্যাবধানে লজ্জাজনক ভাবেই হেরেছে টিম বাংলাদেশ ।
ই- বার্তা / আরমান হোসেন পার্থ