তৃতীয় সন্তানের বাবা হলেন মেসি

ই-বার্তা।।  লা লিগায় মালাগা-র বিরুদ্ধে ম্যাচের আগে দল থেকে তাঁর সরে দাঁড়ানোর সিদ্ধান্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বার্সেলোনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, লিওনেল মেসি ব্যক্তিগত কারণে মালাগা ম্যাচে খেলছেন না। কয়েক ঘণ্টার মধ্যেই যাবতীয় জল্পনার অবসান। মেসি নিজেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তাঁর তৃতীয় সন্তান সিরো-র জন্মানোর খবর দিলেন।

ইনস্টাগ্রামে মেসি যে ছবি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে বার্সেলোনার তারকার আঙুল ধরে রেখেছে তাঁর সদ্যোজাত সন্তান। উচ্ছ্বসিত বার্সেলোনা তারকা লিখেছেন, ‘স্বাগত সিরো। ঈশ্বরকে ধন্যবাদ। মা ও সন্তান দু’জনেই ভাল আছে। আমরা দারুণ খুশি।’

সদ্যোজাত সন্তানের আঙুলের ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়।

 

 

 

 

আন্তোনেল্লা রোকুজ্জো-কে গত বছর মেসি বিয়ে করলেও সম্পর্ক শৈশব থেকেই। মেসি, আন্তোনেল্লা-র প্রথম সন্তান থিয়াগোর বয়স পাঁচ। দ্বিতীয় সন্তান মাতেও-র বয়স দুই।