থানায় ঢুকে পুলিশ পেটালেন ভারতীয় জওয়ানরা
ই-বার্তা ডেস্ক।। ঠিক সময়ে বাস না পাওয়ায় থানায় ঢুকে ভাঙচুর চালিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনীর জওয়ানরা। থানার কর্মরত পুলিশদেরও বেধড়ক পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার দেশটির পশ্চিমবঙ্গের আরামবাগ থানায় এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, ভোটের দায়িত্বে কোচবিহার থেকে আরামবাগে এসেছিলেন ওইসব জওয়ান। এতদিন ছিলেন আরামবাগ বয়েজ স্কুলে।বৃহস্পতিবার তাদের মেদিনীপুর ফিরে যাওয়ার কথা। সেই মতো তারা তৈরিও হয়ে গিয়েছিলেন। কিন্তু বাস আসতে দেরি করে। এজন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় তাদের। অবশেষে রাত সাড়ে দশটা নাগাদ একটি বাস এলেও অন্য একটি বাস আসেনি। এতেই ক্ষিপ্ত হয়ে থানায় ঢুকে ব্যাপক ভাঙচুর শুরু করেন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানয় , থানায় যাকে সামনে পেয়েছেন তাকেই পিটিয়েছেন তারা। বাহিনীর লোকজনের হাতে মার খান সেখানকার পুলিশ কর্মীরা। এছাড়া ছবি তুলতে গিয়ে মার খান কয়েকজন সাংবাদিকও। তাদের কাছ থেকে মোবাইল, ক্যামেরা কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু