দক্ষিণ আফ্রিকায় স্ত্রীর ভাড়া করা সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত
ই-বার্তা ডেস্ক।। মঙ্গলবার রাত আটটায় দক্ষিণ আফ্রিকার ফ্রাইবার্গ এলাকার মহিন লোকেশনে সন্ত্রাসীর গুলিতে সিরাজুল হক নামের বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত সিরাজের বাড়ি নারায়ণগঞ্জের বন্দর থানায়। জানা যায়,নিহত সিরাজুল ইসলাম দীর্ঘ ১৫ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করে আসছিলেন। তার কৃষ্ণাঙ্গ স্ত্রী ও তিন সন্তান রয়েছে।
ব্যবসা বাণিজ্যের ভাগভাটোয়ার নিয়ে স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় এক পর্যায়ে সিরাজের বিরুদ্ধে স্ত্রী আদালতে মামলা দায়ের করে। আদালতে মামলা চলাকালীন সময়ে ভাড়াটিয়া খুনি দিয়ে সিরাজের স্ত্রী, স্বামী সিরাজকে হত্যা করে। অপর এক ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দক্ষিণ আফ্রিকার নর্থওয়েস্ট প্রভিন্সের কিমবার্লি নামক এলাকায় হাবিবুর রহমান নামে একজন বাংলাদেশ ব্যবসায়ীর মৃত্যু হয়।
তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু