দলগত অনুশীলনে ফিরলেন মেসি
লিওনেল মেসি নতুন মৌসুমে বার্সেলোনার অনুশীলনে যোগ দিয়েছিলেন সোমবার। তবে প্রথম দুই দিন ব্যক্তিগত অনুশীলন করেন তিনি। বুধবার থেকে অবশ্য কাতালান ক্লাবটির দলীয় অনুশীলনে ফিরেছেন মেসি।
এই প্রথম রোনাল্ড কোম্যানের অধীনে অনুশীলন করলেন আর্জেন্টাইন তারকা।
নতুন মৌসুমে বার্সেলোনা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মেসি। অনেক নাটকের অবশ্য থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। এরপর করোনা পরীক্ষার পর সোমবার অনুশীলনে যোগ দেন। তবে লা লিগার করোনা প্রোটোকল অনুযায়ী, দ্বিতীয় করোনা পরীক্ষায় নেগেটিভ না হওয়া পর্যন্ত দলগত অনুশীলন করতে পারবে না কেউ। মেসিরও তাই দলের সঙ্গে যোগ দেওয়া হয়নি তখন।
শনিবার প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলবে বার্সেলোনা। মেসি সেই ম্যাচ খেলবেন কিনা তা নির্ভর করছে তার স্বাস্থ্য পরীক্ষার ওপর। কারণ পুরোপুরি ফিট না থাকলে মেসিকে নিয়ে কেউই ঝুঁকি নিতে রাজি নয়।
এদিকে বুধবার বার্সেলোনার অনুশীলনে যোগ দিয়েছেন ফিলিপে কুতিনহো, সার্জিও বুসকেটস, ফ্রেঙ্কি দে জং ও আনসু ফাতি। দুই ফরাসি তারকা ক্লিমেন্ট লেঙ্গলেট ও আঁতোয়ান গ্রিজমান নিজ দেশের হয়ে নেশনস লিগ খেলছেন। মঙ্গলবারও ম্যাচ ছিল তাদের। তাই এদিনও বার্সার অনুশীলনে অনুপস্থিত ছিলেন দুজন।