দল থেকে অব্যাহতি চেয়েছেন বিএনপি নেতা মোবাশ্বের
ই-বার্তা ডেস্ক।। মানসিক ও শারীরিক অসুস্থতার কারণে দল থেকে অব্যাহতি চেয়েছেন দলটির নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। আজ বুধবার নয়াপল্টনে দলটির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীর কাছে এই অব্যাহতিপত্র জমা দেওয়া হয়।
এ নিয়ে সাম্প্রতিক সময়ে বিএনপির পাঁচ নেতা দলের সব ধরনের পদ থেকে পদত্যাগ করলেন।
মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, ‘দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরারব দলের সব ধরনের পদ থেকে অব্যাহতি চেয়ে পত্র জমা দিয়েছি। শারীরিক ও মানসিকভাবে অসুস্থতার কারণে দলের পদ থেকে অব্যাহতি চেয়েছি।’
অন্য কোনো দলে যাবেন কি না- প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি অন্য কোনো দলে যাব না। বিএনপি করেছি, আগামীতেও থাকব। তবে কোনো পদ-পদবিতে থাকব না।’
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘দল থেকে কেউ চলে গেলে সাময়িক শূন্যতা তৈরি হয়। তবে সাংগঠনিকভাবে গতিশীল দলের মধ্যে তেমন কোনো সমস্যা হয় না।’
মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহ্বায়ক ছিলেন।
ই-বার্তা / আরমান হোসেন পার্থ