দারুণ গরমে ঋতাভরীর হট অবতার, দেখবেন নাকি?
ই-বার্তা।। সাদা গাড়ির সামনে সাদা জামা পরে দাঁড়িয়ে ঋতাভরী৷ ভিডিওটি একটি ফটোশ্যুটের৷ তবে এবারে যেন হটনেসের লেভেলটা এবার বেশ কয়েক ধাপ ওপরেই উঠে গেল৷ আট থেকে আশি, আটকে যেতে বাধ্য সকলের চোখই!
আসলে, যাঁরা পরী ছবিতে ঋতাভরীকে দেখেছেন, তাঁদের বেশ চাপই হবে এই ভিডিওটির সঙ্গে মেলাতে৷ এই শ্যুটে উম্ফ ফ্যাক্টারে ভরপুর এই বঙ্গতনয়া৷
গ্ল্যামারের মাপকাঠিতে বলিউডকেও হার মানাতে পারেন তিনি৷
তাঁর অন্যান্য ছবি ও ভিডিওয়ের তুলনায় এই শ্যুটের ভিডিওটি দেখে ঢোক গিলতে বোধহয় একটু বেশি সময় লাগবে৷ লাগারই কথা টেম্পারেচর এমন বাড়ালেন ঋতাভরী, তা কি আর সহজে নামবে!
ব্ল্যাক পেন্সিল হিল দিয়ে শুরু, তারপরই একের পর এক চমক৷ বেশ কয়েকটি আউটফিটে এখানে ধরা দিয়েছেন তিনি৷ যদিও মেক আপ আর হেয়ারস্টাইল প্রায় একই ছিল৷
সফ্ট কার্লস, স্মোকি আইজ, ন্যুড লিপস! ব্যস আর কী চাই৷
এক একটা আউটফিটে ঋতাভরী ক্যারি করছেন আলাদা আলাদা পার্সোন্যালিটি৷ কখনও সাদা ড্রেসে, কখনও লং কোটে বা কখনও গোল্ডেন রাফেল কোল্ড শোল্ডারে৷ এসব দেখার পর যে কত মেয়ে শপিং মলের দিকে দৌড়বে বলা মুশকিল৷