দায়িত্ব গ্রহণ করবেন ভিপি নুর ও আখতার
ই- বার্তা ডেস্ক।। অবশেষে দায়িত্ব গ্রহণ করবেন বলে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেন ।
আজ বৃহস্পতিবার রাতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ডাকসুর দায়িত্ব গ্রহণ সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন ।
এ সময় তিনি বলেন, আগামী ২৩ মার্চ বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নব-নির্বাচিত ডাকসু নেতাদের নিয়ে কার্যকরী সভা হবে। এ সভায় ডাকসু নির্বাচনে নির্বাচিত বাকি নেতাদের সঙ্গে ভিপির দায়িত্ব গ্রহণ করবেন নুরুল হক নুর। সঙ্গে আখতারও তার পদে দায়িত্ব নেবেন।
এরআগে, বৃহস্পতিবার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন যুগান্তরকে জানান, পরিষদে থেকে নির্বাচিত সমাজসেবা সম্পাদক আখতার হোসেনও দায়িত্ব গ্রহণ করবেন। তবে দায়িত্ব গ্রহণের পাশাপাশি পুনঃনির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম