দিল্লিতে মুসলিম হত্যা, মসজিদ-মাদ্রাসায় অগ্নিসংযোগ বন্ধ করুণ

ভারতের রাজধানী দিল্লিতে মুসলিম হত্যা, মসজিদ, মাদ্রাসা ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে ভাঙ্গায় মানববন্ধন হয়েছে।

এ সময় বক্তারা দিল্লিতে মুসলিম হত্যা, মসজিদ-মাদ্রাসায় অগ্নিসংযোগ বন্ধ করার দাবি জানান।

ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌর সদরের বিশ্বরোড মোড় গোলচত্বরে সোমবার সকাল ৯টা থেকে সকাল ১০টা পর্যন্ত মানববন্ধনে হাজারখানেক লোক অংশগ্রহণ করেন।

ইমাম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ইমামকল্যাণ ফাউন্ডেশনের ভাঙ্গা উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও ভাঙ্গা ইকামতেদ্বীন মডেল কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবু ইউসুফ মৃধা, সংগঠনের ভাঙ্গা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, হেফাজতে ইসলাম ফরিদপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, ভাঙ্গার তারাইল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইব্রাহীম প্রমুখ।

বক্তারা ভারতের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান।