দুই কোটি রুপিতে সানরাইজার্স হায়দরাবাদে সাকিব
শনিবার আবার নিলামে উঠতে হলো সাকিবকে। দুই কোটি রুপিতে এবার সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে খেলবেন তিনি।
ভিত্তিমূল্যের ওপরে আর কোনো বিড করেনি বিরাট কোহলির বেঙ্গালুরু। তাতেই ‘স্বল্প দামে’ হাইপ্রোফাইল সাকিবকে লুফে নেয় ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স টিম