দুর্দান্ত প্রত্যাবর্তনের আভাস দিলেন আব্দুর রাজ্জাক
ই- বার্তা।। দীর্ঘদিন পর মাঠে নেমে জাত চেনাচ্ছেন আব্দুর রাজ্জাক। শুরুতে দিমুথ করনারত্নেকে ফিরিয়ে চমক দেখিয়েছিলেন তিনি। এবার লংকান শিবিরে জোড়া আঘাত হেনে তা অব্যাহত রাখলেন এঅভিজ্ঞ বাঁহাতি স্পিনার। নিজের ষষ্ঠ ওভারের প্রথম দুই বলে ফিরিয়ে দিয়েছেন দানুষ্কা গুনাথিলাকা ও অধিনায়ক দিনেশ চান্দিমালকে। হ্যাটট্রিকের সুযোগও পেয়েছিলেন। তবেতা আলোর মুখ দেখেনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ১১৬/৬। এতে চাপে পড়েছে সফরকারীরা। এরই মধ্যে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে নিয়েছেন কুশল মেন্ডিস।৬৪ রান নিয়ে ভরসা হয়ে রয়েছেন তিনি।তাকে সঙ্গ দিচ্ছেন রোশেন ডি সিলভা।
শুক্রবার মিরপুরে টস জিতে প্রথমে ব্যাটিং নেন শ্রীলংকা অধিনায়ক দিনেশ চান্দিমাল। ব্যাটিং করতে নেমে শুরুতেই হোঁচট খায় সফরকারীরা। দলীয় ১৪ রানে লিটন দাসের স্ট্যাম্পিং বানিয়ে দিমুথ করনারত্নেকে ফিরিয়ে দেন অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক। এ নিয়ে ৪ বছর পর জাতীয় দলের হয়ে খেলতে নেমে ভালো কিছুর আভাস দেন তিনি।
এর পর ধনাঞ্জয়া ডি সিলভাকে নিয়ে শুরুর ধাক্কা সামলে উঠে এগিয়ে যাচ্ছিলেন কুশল মেন্ডিস। ধীরে ধীরে জমাট বেঁধে উঠছিল তাদের জুটি। বাংলাদেশকে চোখ রাঙাচ্ছিলেন তারা।
এ পরিস্থিতিতে ডি সিলভাকে ফিরিয়ে কার্যকরী ব্রেক থ্রু এনে দেন তাইজুল ইসলাম। দলীয় ৬২ রানে গত টেস্টেসেঞ্চুরি করা ব্যাটসম্যানকে স্লিপে সাব্বির রহমানের ক্যাচ বানিয়ে ফেরান তিনি। এতে ভাঙে ৪৭ রানের জুটি। ফেরার আগে ৩০ বলে ২ চার ও ১ ছক্কায় ১৯ রান করেন ডি সিলভা।
ই- বার্তা/ এ এস