‘দুর্নীতিবাজ যেই হোক ছাড় নেই’
ই-বার্তা ডেস্ক।। মঙ্গলবার দুপুরে রাজবাড়ী শহররক্ষা প্রকল্প ও দৌলতদিয়া থেকে গোদার বাজার পর্যন্ত পদ্মা নদীর ডান তীরের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, দুর্নীতি-অনিয়ম ও অন্যায় থাকলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। দুর্নীতিবাজ যে পর্যায়ের কর্মকর্তা হোক না কেন ছাড় দেয়া হবে না।
তিনি বলেন, আমাদের প্রথম টার্গেট হচ্ছে এবার বর্ষা মৌসুমে রাজবাড়ী যেন নদী ভাঙনের হাত থেকে রক্ষা পায়। সেটিকে মাথায় রেখে শহররক্ষা প্রকল্পের কাজ শুরু হবে। শুধু রাজবাড়ী শহর নয়, জেলার অন্যান্য ভাঙন স্থানসহ দেশের প্রতিটি নদীর ভাঙন স্থান রক্ষায় কাজ করা হবে।
এ সময় রাজবাড়ী-১ আসনের এমপি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী ও পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ই-বার্তা/ মাহারুশ হাসান