দুর্নীতিমুক্ত দেশ গড়তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশ
ই-বার্তা ডেস্ক।। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে জঙ্গি, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সবাইকে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জননিরাপত্তা বিভাগ এবং সেবা সুরক্ষা বিভাগের সচিবসহ আরও অনেকেই।
চতুর্থ মেয়াদে ক্ষমতা গ্রহণের পর প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কাজের তদারকি করছেন প্রধানমন্ত্রী। তারই ধারাবাহিকতায় এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে তাদের বিভিন্ন দিক-নির্দেশনা দেবেন তিনি।
ই-বার্তা/ মোঃ সালাউদ্দিন সাজু