দেশি পেঁয়াজ দাম আবারও ২৫০ টাকা
ই-বার্তা ডেস্ক।। আবারও দেশি পেঁয়াজের দাম বেড়েছে খুচরা বাজারে। পাইকারি বাজারে প্রতি কেজি দুইশ টাকা দরে বিক্রি হলেও খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকায়। এছাড়া অন্যান্য দেশের পেঁয়াজের দামও বেড়েছি কিছুটা।
রোববার (২৪ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারসহ বেশ কয়েকটি খুচরা বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
কারওয়ান বাজারের পাইকারি দোকানগুলোতে দেখা গেছে দেশি পেঁয়াজ ২০০ টাকা, চীনের পেঁয়াজ ১০৯ টাকা, মিয়ানমারের ১৮৩ থেকে ১৮৮ টাকা, ভারতীয় পেঁয়াজ ১৭৭ টাকা ও বড় আকারের পাকিস্তানি পেঁয়াজ ১৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘বাজারে দেশি পেঁয়াজ নেই। কোথাও পাওয়াও যাচ্ছে না। তাই পুরোনো ও ভালো মানের দেশি পেঁয়াজের দাম বেড়েছে।
শহীদুল নামে আরেক বিক্রেতা বলেন, ‘দেশে পেঁয়াজের সরবরাহ কম থাকায় আবারও দাম বেড়েছে। বাজারে তো দেশি পেঁয়াজ নেই।
রোববার দুএকটি দোকানে দেশি পেয়াজ না থাকার অজুহাতে এর মূল্য তালিকায় এর দাম নির্ধারণ করা হয়নি। বাজারে দেশি পেঁয়াজ না থাকার কথা বললেও তাদের দোকানে পর্যাপ্ত দেশি পেঁয়াজ দেখা গেছে।
এদিকে, মহাখালীর বউবাজারে দেশি পেঁয়াজ ২৪০ থেকে ২৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মিসরের পেঁয়াজ ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। এই বাজারের পেঁয়াজের বিক্রেতা আমিনুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘বাজারে দেশি পেঁয়াজের দাম আবারও ২৫০ টাকায় উঠেছে। বেশি দামে কিনে আনায় আমাদেরও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।
এছাড়া বিজয় সরণির কলমিলতা বাজার ও ফার্মগেট ইন্দিরা রোডের মাহবুব প্লাজার নিচ তলার বাজারেও ২৪০ থেকে ২৫০ টাকা কেজিতে দেশি পেঁয়াজ বিক্রি হতে দেখা গেছে।