‘দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন’
ই- বার্তা ডেস্ক।। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মন্তব্য করেছেন যে, শিক্ষাসহ দেশের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। দেশের চলমান উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সবাইকে সহযোগিতা করতে হবে।
আজ শনিবার বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের ইলামেরগাঁও উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটি আয়োজিত শহীদ জিয়াউর রহমান উচ্চবিদ্যালয়ের নাম পরিবর্তন-পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল চৌধুরীর সভাপতিত্বে ও রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীরের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মসাঈদ আলী, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুনু মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আসাদুজামান আসাদ, যুগ্ম-সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন ও ইলামেরগাঁও উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ আর চেরাগ আলী প্রমুখ।
সভা শেষে বিদ্যালয়ের নতুন নামফলক উন্মোচন করে পরিকল্পনামন্ত্রী বলেন, নিজ এলাকার ঐতিহ্য ধরে রেখে প্রতিষ্ঠানের নাম রাখা ভালো। বাপ-দাদার ঐতিহ্যকে ফেলে অন্যের নামে প্রতিষ্ঠানের নাম হওয়ার যৌক্তিকতা নেই। নিজ এলাকার নামে প্রতিষ্ঠানকে ফিরে এনে ইলামেরগাঁও নামকরণ করায় আজ সবাই আনন্দিত।