দেশে ফিরলেন টাইগাররা
ই-বার্তা।। হৃদয়ভাঙা বেদনা নিয়ে তিন জাতি টি-টোয়েন্টি সিরিজ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। সোমবার সকাল সাড়ে ১১টায় সাকিবদের বহনকারী শ্রীলংকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষে নিদাহাস ট্রফির মোড়কে তিন জাতি টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করে শ্রীলংকা।
৪ ম্যাচে ৩ জয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করে ভারত। সমানসংখ্যক ম্যাচে ২ দাপুটে জয় ও ২ হারে শিরোপার লড়াইয়ে পড়শীদের সঙ্গী হয় বাংলাদেশ। আর ৪ ম্যাচে ৩ হার ও ১ জয়ে ছিটকে যায় স্বাগতিকরা।
গতকাল ছিল শিরোপা নির্ধারণী ম্যাচ।
যেখানে স্বপ্ন ছোঁয়ার খুব কাছে চলে গিয়েছিল বাংলাদেশ। তবে টানটান উত্তেজনার ফাইনালে শেষ বলে ছক্কা হাঁকিয়ে টাইগারদের স্বপ্ন ভেস্তে দেন দিনেশ কার্তিক।
তার ৮ বলে ২৯ রানের টর্নেডো ইনিংসে শ্বাসরুদ্ধকর ম্যাচে ৪ উইকেটে জিতে ট্রফি নিজেদের করে নেয় টিম ইন্ডিয়া।
গত ৪ মার্চ টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছেড়েছিলেন তামিম-মুশফিকরা।