দেহরক্ষীকে দেয়া কথা রাখতে যাচ্ছেন সালমান!
ই-বার্তা।। বলিউডের ভাইজান নামে খ্যাত এ অভিনেতা সালমান খান। দীর্ঘদিন তার দেহরক্ষীর দায়িত্ব পালন করেন শেরা। আর শেরাকে ৩০ বছর আগে একটি কথা দিয়েছিলেন সালমান খান। এবার সেই কথা পালন করতে যাচ্ছেন বাজরঙ্গি ভাইজান খ্যাত এই অভিনেতা।
জানা গেছে, তিন দশক আগে দেহরক্ষী গুরমিত সিং জলি ওরফে শেরার কাছে তার ছেলেকে বলিউড ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সল্লু।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, শেরার ছেলে টাইগারের জন্মের সময় একটি ওয়াদা করেছিলেন সালমান। টাইগারকে কোলে নিয়ে তিনি বলেছিলেন, ‘ও নায়ক হবে। আমি ওকে নায়ক বানাবো।’
সালমান খানের সঙ্গে শেরার ছেলে টাইগার এখন টগবগে তরুণ। তাই সালমানের সেই ওয়াদা পূরণের সময় এসেছে।‘লাভরাত্রি’ ছবির মধ্য দিয়ে বলিউড অভিষেক হচ্ছে সালমানের ছোট বোন অর্পিতা খান শর্মার স্বামী আয়ুশ শর্মার। এই ছবি মুক্তির পরই শেরাপুত্র টাইগারকে বলিউডে আনবেন সালমান।
ই-বার্তা / ডেস্ক