দ্বিতীয় বছরে দেশের স্বনামধন্য ই-বার্তা নিউজ
ই-বার্তা।। ” একটি তারুণ্যের প্রতীক ” স্লোগানে দ্বিতীয় বর্ষে পদার্পণ করল দেশের স্বনামধন্য অনলাইন পত্রিকা ই-বার্তা। এ আনন্দঘন মুহূর্তে আমরা শুভেচ্ছা জানাই ই-বার্তার অগণিত পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীকে।
তাদের সমর্থন ও সহায়তা ছাড়া তীব্র প্রতিযোগিতাপূর্ণ সংবাদ জগতে ই-বার্তার প্রতিষ্ঠা লাভ সম্ভব হতো না। এটি দেশের শীর্ষস্থানীয় অনলাইন গুলোর মধ্যে অন্যতম। প্রকাশের অল্পদিনের মধ্যেই ই-বার্তা পাঠকের নজর কাড়তে সক্ষম হয়।
ক্রমেই হয়ে ওঠে সব মহলে আলোচিত ও প্রশংসিত অনলাইন গুলোর একটি। ই-বার্তার এ অগ্রযাত্রা অব্যাহত রয়েছে এখনও। এর প্রধান কারণ বস্তুনিষ্ঠ খবর ও বলিষ্ঠ মতপ্রকাশে অনলাইনটির সাহসী ভূমিকা।
একটি অনলাইন পত্রিকাকে প্রতিদিনই পাঠকের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখতে হয়; দিতে হয় পরীক্ষা। প্রকৃত সংবাদপত্রের দায়িত্ব পালন করে ই-বার্তা আগামীতেও সে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রত্যয় রাখে। অনলাইনটির সব বিভাগের কর্মী এ লক্ষ্যে উজ্জীবিত ও একাত্ম।
আমরা বিশ্বাস করি, প্রকৃত সংবাদ কখনও জন-আকাংখার বিপরীতে অবস্থান নিতে পারে না। সরকার পরিবর্তন হতে পারে; কিন্তু জনগণ ও দেশ স্থায়ী। ই-বার্তার কাছে দেশের স্বার্থ সব সময়ই সবকিছুর ঊর্ধ্বে স্থান পেয়েছে।
ই-বার্তা নিরপেক্ষভাবে সমস্যার কথা তুলে ধরার পাশাপাশি সার্বিক সম্ভাবনার ওপরও জোর দিয়ে এসেছে। এটা করতে গিয়ে সময়ে সময়ে মহলবিশেষ দ্বারা আক্রান্ত হলেও পত্রিকাটি অর্জন করেছে জনগণের আস্থা।
আমাদের মতো দেশে যেখানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো অবিকশিত, সেখানে সংবাদপত্রের সাহসী ও দায়িত্বশীল ভূমিকা বেশি করে প্রয়োজনীয়। এটা গভীরভাবে উপলব্ধি করেই পথ চলছি আমরা। পাঠকসহ সংশ্লিষ্ট সবাইকে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত করে আরও বলিষ্ঠতার সঙ্গে এগিয়ে যাবে ই-বার্তার- প্রতিষ্ঠাবার্ষিকীতে এটাই আমাদের অঙ্গীকার।
ই-বার্তা/ আহাদ