দ্বিতীয় বারের মত মা হয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ
ই-বার্তা ডেস্ক ।। পুত্র সন্তানের মা হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও ব্রিটিশ পার্লামেন্টের এমপি টিউলিপ সিদ্দিক।
লন্ডনের স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এই সন্তানের জন্ম দেন তিনি। ক্যামডেন নিউজ জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার হ্যাম্পস্টেডের রয়্যাল ফ্রি হসপিটালে অস্ত্রোপচারের মাধ্যমে দ্বিতীয়বার মা হন টিউলিপ।
নবজাতকের নাম রাখা হয়েছে রাফায়েল মুজিব সেন্ট জন পার্সি। এর আগে গত মঙ্গলবার টিউলিপের সন্তান জন্মের সময় নির্ধারণ করেন চিকিৎসকরা। তবে ব্রেক্সিট ইস্যুতে পার্লামেন্টে গুরুত্বপূর্ণ ভোট থাকায় সন্তান জন্মের সময় পিছিয়ে দিয়েছিলেন তিনি।
সেসময় হুইল চেয়ারে করে স্বামী ক্রিস পার্সির সঙ্গে পার্লামেন্টে গিয়ে ভোট দেন টিউলিপ। ভোট দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই হাসপাতালে ভর্তি হয়ে সন্তান জন্ম দেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক
টিউলিপ-ক্রিস দম্পতির প্রথম সন্তানের নাম আজালিয়া জয় পার্সি। ২০১৬ সালে জন্ম হয় তার। সুষ্ঠুভাবে সন্তানের জন্ম হওয়ায় টিউলিপ ও ক্রিস রয়্যাল ফ্রি হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।
ই-বার্তা / তামান্না আলী প্রিয়া