ধর্ষণ নিয়ে যা বললেন নির্মাতা মালেক আফসারি
বেশ কিছু দিন ধরেই পত্রিকা বা টিভি খুলেই দেখা যাচ্ছে ধর্ষণের সংবাদ। ওই সব ধর্ষণের প্রতিবাদে চলছে মানববন্ধন। এটা নিয়ে দেখা যায়, বিভিন্ন টিভি চ্যানেল নানা অনুষ্ঠানের আয়োজন করে। সব পেশার মানুষই আজ সোচ্চার হচ্ছে ধর্ষণের বিরুদ্ধে। এবার সেই কাতারে নাম লিখলেন মাস্টার মেকার মালেক আফসারি।
গুণী এই নির্মাতা বুধবার (৪ এপ্রিল) তার ফেসবুকে লিখেন, ‘ধর্ষণ আর পোশাক এই নিয়ে তর্কের কিছু নেই। আমরা মোবাইল কিনতে গেলে সাথে কভার নেই যাতে মোবাইলের মতো সম্পদ রক্ষা করা যায়। মেয়েদের শরীরও মহামূল্যবান সম্পদ। ঢেকে রাখতে অসুবিধে কি? তারপরও কথা আছে… মডেল বা নায়িকা অথবা আমি এই কথাগুলো মানি না। পেশাটাই এমন যার নাম বিনোদন। নিয়তি যাই হোক নিয়ত ঠিক রাখার জন্য পোশাক খুব জরুরি।
উল্লেখ্য, নির্মাতা মালেক আফসারির সর্বশেষ গত বছর ‘আন্তর জ্বালা’ ছবিটি মুক্তি পায়।