নওগাঁয় অটোরিকশার চার্জার খুলতে গিয়ে চালকের মৃত্যু
ই-বার্তা ডেস্ক।। নওগাঁর রাণীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশার চালকের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার চকমুনো ফরিকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশা চালক আব্দুর রাজ্জাক উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের সাহেবউল্লাহ শাহ’র ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, প্রতিদিনের মতো আব্দুর রাজ্জাক বৃহস্পতিবার রাতে চকমুনো ফরিকপাড়া এলাকায় গভীর নলকুপ সংলগ্ন একটি গ্যারেজে অটোচার্জার চার্জে দিয়ে বাড়িতে যান। আজ শুক্রবার সকাল ৭টার দিকে অটোচার্জার থেকে চার্জারের প্লাগ খুলতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম