নতুন মৌসুমে প্রথম এল ক্লাসিকো ২৫ অক্টোবর
প্রকাশ করা হয়েছে লা লিগার নতুন মৌসুমের সূচি। তাতে জানা গেছে লিগের দুই চির প্রতিদ্বন্দ্বী দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ মধ্যকার লড়াই এল ক্লাসিকোর দিন-তারিখও।
সূচি অনুযায়ী, স্পেনের শীর্ষ লিগের শুরু হতে যাওয়া মৌসুমে প্রথম ক্লাসিকো হবে ২৫ অক্টোবর, বার্সেলোনার মাঠ ক্যাম্প ন্যুতে। আর ফিরতি লেগের লড়াই হবে ১১ এপ্রিল, রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে।
লিগের শুরুটা হবে ১৩ সেপ্টেম্বর, শেষ আগামী বছরের ১৩ মে। এটি হবে স্পেনের শীর্ষ লিগের ৯০তম আসর।
প্রথম রাউন্ডে বর্তমান চ্যাম্পিয়ন ও লিগের সফলতম ক্লাব রিয়ালের নিজেদের মাঠে গেতাফের বিপক্ষে খেলার কথা ছিল। নবাগত এলচেকে আতিথ্য দিয়ে আসর শুরু করার কথা ছিল বার্সেলোনার। তবে ম্যাচ দুটি স্থগিত করা হয়েছে।
তবে, আগস্টেও চ্যাম্পিয়নস লিগের ব্যস্ততা থাকায় লিগের প্রথম দুই রাউন্ডে বার্সেলোনা ও শুধু প্রথম রাউন্ডে খেলবে না শিরোপাধারী রিয়াল।
ভিয়ারিয়ালের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বার্সেলোনা। আর রিয়াল প্রথম খেলবে রিয়াল সোসিয়েদাদের মাঠে।