নতুন রোগে আক্রান্ত দীপিকা!

‘পদ্মাবত’ ছবির পর থেকেই অসুস্থ হয়ে পড়েছেন দীপিকা পাডুকন। হাড় এবং কাধের ব্যথায় কষ্ট পাচ্ছেন তিনি। চিকিৎসকরা তাকে বিশ্রাম নেওয়ার জন্যও বলেছেন। ফলে বেশ কিছুদিন বাড়িতে বিশ্রাম নেওয়ার পর দীপিকা আপাতত লন্ডনে রয়েছেন বলে জানা গেছে।   দীপিকা পাডুকনে অসুস্থ। ভিটামিন ডি থ্রি’র ঘাটতিজনিত রোগে ভুগছেন এই অভিনেত্রী। সম্প্রতি এমনই গুঞ্জন শোনা যাচ্ছে বি টাউনের অন্দরে।

তবে, অনেকেই মনে করছেন বিয়ের কেনাকাটার জন্যই দীপিকা লন্ডনে গিয়েছেন। কিন্তু, সে যাই হোক না কেন, দীপিকা নাকি ভিটামিন ডি থ্রি’র ঘাটতিতে ভুগছেন বলে শোনা যাচ্ছে। আর সেই কারণেই চিকিৎসকরা তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন।

যতক্ষণ পর্যন্ত দীপিকা সুস্থ না হন, ততদিন তিনি শুটিংয়ে ফিরতে পারবেন না। যদিও অভিনেত্রী নিজে এ বিষয়ে কোনওরকম মন্তব্য করেননি।