নতুন র‌্যাংকিং প্রকাশ করলো আইসিসি, সেরাদের তালিকায় দুই বাংলাদেশী

ই-বার্তা ডেস্ক।।   আইসিসি প্রকাশ করেছে তাদের নতুন র‌্যাংকিং। সেখানে অন্যদের সাথে নাম আছে দুই বাংলাদেশীর।

ওয়ানডে বোলিং’এ ৬ আছেন মুস্তাফিজ, অল-রাউন্ডার র‌্যাংকিং’এ সাকিব আছেন ২ নম্বরে। ওয়ানডেতে সেরাদের তালিকায় বাংলাদেশের অবস্থান ৭।

একনজরে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংঃ 

দল-
১. ইংল্যান্ড
২. ভারত
৩. দক্ষিণ আফ্রিকা
৪. নিউজিল্যান্ড
৫. পাকিস্তান
৬. অস্ট্রেলিয়া
৭. বাংলাদেশ
৮. শ্রীলঙ্কা
৯. উইন্ডিজ
১০. আফগানিস্তান

ব্যাটসম্যান-
১. বিরাট কোহলি
২. রোহিত শর্মা
৩. রস টেলর
৪. জো রুট
৫. বাবর আজম
৬. ফ্যাফ ডু প্লেসিস
৭. শাই হোপ
৮. কুইন্টন ডি কক
৯. ফখর জামান
১০. শিখর ধাওয়ান

বোলার-
১. জাসপ্রিত বুমরাহ
২. রশিদ খান
৩. ট্রেন্ট বোল্ট
৪. কূলদ্বীপ যাদব
৫. যুযবেন্দ্র চাহাল
৬. মুস্তাফিজুর রহমান
৭. কাগিসো রাবাদা
৮. আদিল রশিদ
৯. মুজিব উর রহমান
১০. জশ হ্যাজলউড

অলরাউন্ডার-

১. রশিদ খান
২. সাকিব আল হাসান
৩. মোহাম্মদ নবী
৪. মোহাম্মদ হাফিজ
৫. মঈন আলী

ই-বার্তা/ মাহারুশ হাসান