“নরেন্দ্র মোদি ফের ভারতের প্রধানমন্ত্রী হবেন”
ই-বার্তা ডেস্ক।। আগামী বছরের জাতীয় নির্বাচনের আগে ষোড়শ লোকসভায় সর্বশেষ দেয়া ভাষণে ভারতের সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদব নতুন করে আলোড়ন তৈরি করেছেন। তিনি বলেছেন, নরেন্দ্র মোদি ফের ভারতের প্রধানমন্ত্রী হবেন।
এ সময় নরেন্দ্র মোদি হাত মুড়িয়ে তাকে ধন্যবাদ দেন এবং এনডিএ সদস্যরা টেবিল থাপড়িয়ে তার বক্তব্যকে স্বাগক জানান। আর ইউপিএ চেয়ারম্যান সোনিয়া গান্ধী তখন কিংকর্তব্যবিমূঢ়।
তিনি বলেন, সব এমপি আবার নির্বাচিত হবেন এবং লোকসভায় ফিরে আসবেন।
২০১৪ সালের লোকসভা নির্বাচনের মতো ক্ষমতাসীন বিজেপি যেন আবার সংখ্যাগরিষ্ঠতা পায় সেই প্রার্থনাই করেন তিনি।
ই-বার্তা/ মাহারুশ হাসান