নাটোরে চিনিকলের চেনে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
ই-বার্তা ডেস্ক।। নাটোরের লালপুর উপজেলায় চিনিকলের যন্ত্র পরিষ্কার করতে গিয়ে নিরঞ্জন সাহা নিরু (৫৬) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার রাত সোয়া ১২টার দিকে লালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিরঞ্জন সাহা উপজেলার গোপালপুর পৌরসভা এলাকার মধুবাড়ী মহল্লার স্বর্গীয় বদ্যনাথ সাহার ছেলে।
জানা যায়, রোববার রাত সোয়া ১২টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে লালপুরের গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের আখ মাড়াই ও চিনি উৎপাদন বন্ধ হয়ে যায়। এ সময় চিনিকলের যন্ত্র পরিষ্কার করতে গিয়ে নিরঞ্জন সাহা হঠাৎ মেশিনে চেনে জড়িয়ে পিষ্ট হন।
তাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক নিরঞ্জন সাহাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নর্থ বেঙ্গল সুগার মিলের জিএম প্রশাসন (এডিএম) আনোয়ার হোসেন জানান, নিরঞ্জন কুমার সাহা নিরুর মৃত্যু একটি দুর্ঘটনা, তার মৃত্যুতে আমরা সবাই শোকাহত।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু