নিউজিল্যান্ড’কে হারানো অসম্ভব নয়ঃ স্টিভ রোডস
ই-বার্তা ডেস্ক।। আগামীকাল সকাল ৭টায় শুরু হচ্ছে কিউইদের বিরুদ্ধে টাইগাররদের ওয়ানডে মিশন। অপরিচিত আবহাওয়ায় সিরিজ’টা মোটেও সহজ হবে না বাংলাদেশের জন্য। আজ সংবাদমাধ্যমের উপস্থিতিতে একই কথা বললেন বাংলাদেশ কোচ স্টিভ রোডস।
মঙ্গলবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে রোডস বলেন, ‘নিউজিল্যান্ডকে হারানো অবশ্যই কঠিন একটা কাজ। অধিনায়ক মাশরাফিও একই কথা বলে গেছে। আমি মনে করি সে ঠিকই বলেছে। তবে এর মানে এমন না যে জয় পাওয়া অসম্ভব। আমার মনে হয় আমরা সাম্প্রতিক সময়ে ওয়ানডে ফরম্যাটটা দারুণ খেলছি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দুই সিরিজ জিতেছি।’
‘আমরা সেখান থেকে ইতিবাচক অভিজ্ঞতা নিতে পারি। নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে খেলা সহজ হবে না তা জেনেই এসেছি আমরা। এটাই বাস্তবতা। সত্যি বলতে আমরা এখানে আন্ডারডগই। তবে আমরা আন্ডারডগ থেকেই অনেক দলকে চমকে দিতে পারি। আমি মনে করি নিউজিল্যান্ড জানে যে আমাদের হারাতে হলে তাদেরও ভালো ক্রিকেট খেলতে হবে’ – আরও বলেন রোডস।
উল্লেখ্য, ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকছেন না বাংলাদেশ দলের সহ-অধিনায়ক এবং বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান। এছাড়া দলে নেই কোনো লেগস্পিনারও। যে কারণে বাংলাদেশের মূল শক্তি স্পিন হলেও কিউইরা স্পিনিং উইকেট বানাতে পারে বলে মনে করে রোডস।
ই-বার্তা/ মাহারুশ হাসান