নিউজিল্যান্ডের সবচেয়ে অভিজাত স্কুলে নিষিদ্ধ হিজাব

ই-বার্তা ডেস্ক।।  অকল্যান্ডের একটি বিখ্যাত প্রাইভেট স্কুল হিজাব নিষিদ্ধ করে ব্যাপক সমালোচনার মুখে পড়ে প্রতিষ্ঠানটি বলছে, তাদের ইউনিফর্মের সঙ্গে হিজাব যায় না।

নিউজিল্যান্ড হেরাল্ডের দেয়া প্রতিবেদনে এই তথ্য জান যায়।

ক্রাইস্টচার্চের দুটি মসজিদে এক অস্ট্রেলীয় শ্বেতাঙ্গ বর্ণবাদী জঙ্গির হামলায় অর্ধশত মুসল্লি নিহত হওয়ার পর এক সপ্তাহও পার হয়নি। এর মধ্যে ডাইওসিসান নামের ওই গার্লস স্কুলটি এমন সিদ্ধান্ত নিয়েছে।

রেডিও নিউজিল্যান্ডের সাবেক প্রতিবেদক মোহামেদ হাসান তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডে বৃহস্পতিবার লিখেছেন, ডেসাইল ১০ প্রটেস্ট্যান্ট স্কুলের শিক্ষকরা গতকাল বলেছেন, ইসলামিক পোশাক স্কুলের নিয়ম লঙ্ঘন করছে।

কিন্তু স্কুলে হিজাব নিষিদ্ধকরণের এই সিদ্ধান্ত নিউজিল্যান্ডের সংবিধানে ঘোষিত ব্যক্তিস্বাধীনতা ও মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

উল্লেখ্য, অকল্যান্ডের ধনাঢ্য শহরতলীতে প্রটেস্ট্যান্ড স্কুলটির অবস্থান। এটি ১৯০৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। দেশটির শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে ডাইওসিসান অন্যতম।

ই-বার্তা/ মাহারুশ হাসান