নিজ ফ্ল্যাট থেকে ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষের লাশ উদ্ধার
ই-বার্তা ডেস্ক।। রাজধানীর নিজের ফ্ল্যাট থেকে ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার রাতে ঢাকা কলেজের সামনের বহুতল ভবন ‘সুকন্যা টাওয়ারে’ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে। তিনি বলেন, এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ারের বাসায় থাকতেন মাহফুজা চৌধুরী। সেখানেই খুন হয়েছেন তিনি। তার বাসার দুই গৃহকর্মী পালিয়েছে। পুলিশ খুনি হিসেবে প্রাথমিকভাবে তাদেরই সন্দেহ করছে।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম