নিরাপদ সড়ক আন্দোলনের দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একাত্মতা ঘোষণা
ই-বার্তা ডেস্ক ।। সু-প্রভাত পরিবহনের ঘাতক বাসে পিষ্ট হয়ে বিইউপি শিক্ষার্থী নিহতের পর আবারো নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর তিন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা।
জানা গেছে, গতকালের ঘটনার পর নিরাপদ সড়কের দাবিতে আজ সকাল সাড়ে ৯টার দিকে প্রগতি সরণিতে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে বিইউপি শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে ঘোসনান করেন আইইউবি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।
এ ছাড়াও সকাল ১০টার দিকে ফার্মগেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা। এ সময় পুলিশ তাদের প্রধান সড়ক থেকে সরিয়ে দিলে তারা বিজ্ঞান কলেজের সামনে নিয়ে যায়।
তা ছাড়াও পুরান ঢাকার তাঁতী বাজার এলাকার সড়ক অবরোধ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ) মাজহারুল ইসলাম জানায়, ‘শিক্ষার্থীরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে পুলিশ খেয়াল রাখবে।’
ই-বার্তা / আরমান হোসেন পার্থ