নির্বাচক’কে পিটিয়ে নিষিদ্ধ হলেন ক্রিকেটার
ই-বার্তা ডেস্ক।। দলে সুযোগ না পেয়ে অনূর্ধ্ব-১৯ দলের এই ক্রিকেটার এবং তার ভাই নরেশ মিলে দিল্লি ক্রিকেট দলের প্রধান নির্বাচককে মাটিতে ফেলে বেধড়ক মারধর করেন।
গত সোমবারের এই হামলায় মারাত্মক আহত হন দিল্লি ক্রিকেট সংস্থার প্রধান নির্বাচক ও ভারতীয় ক্রিকেট দলের সাবেক পেসার অমিত ভাণ্ডারি।
প্রধান নির্বাচকের ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন ভারতের সাবেক তারকা ক্রিকেটাররা।
সৌরভ গাঙ্গুলী, গৌমত গম্ভীর, বীরেন্দ্রর শেহবাগদের দাবির প্রেক্ষিতে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের খেলোয়াড়কে আজীবন নিষিদ্ধ করেছেন দিল্লি ক্রিকেট সংস্থার (ডিডিসিএ) প্রেসিডেন্ট রজত শর্মা
ই-বার্তা/ মাহারুশ হাসান