নির্বাচনের নামে জাতির সঙ্গে কঠিন তামাশা করা হয়েছেঃ ফখরুল

ই-বার্তা ডেস্ক ।।   বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় উদ্দেশে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের সমালোচনা করেছেন । তিনি বলেছেন, নিজের অপরাধবোধ থেকেই ভাষণে প্রধানমন্ত্রী জয়-পরাজয়ের ব্যাখ্যা দিয়েছেন।  নির্বাচনের নামে জাতির সঙ্গে কঠিন তামাশা করা হয়েছে।

আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।প্রধানমন্ত্রীর ভাষণের প্রতিক্রিয়া জানাতেই এই সম্মেলন।

সম্মেলনে  মির্জা ফখরুল বলেন, একাদশ নির্বাচন নিয়ে যে সব কথা এসেছে, যে সব রিপোর্ট এসেছে তাতে করে প্রমাণিত হয়ে গেছে যে, এটা কোনো নির্বাচনই হয়নি। নির্বাচনের নামে জাতির সঙ্গে কঠিন তামাশা করা হয়েছে।

এসময় তিনি পুননির্বাচনের দাবি পুনব্যর্ক্ত করে বলেন, দেশের সব সচেতন মানুষ মনে করে বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি। ঐক্যফ্রন্ট-বিএনপিসহ আমাদের জোট নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছি। পুনরায় একটি নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দাবি করছি, যে নির্বাচনে জনগণ তাদের ভোট দিতে পারবে, জগণের সরকার প্রতিষ্ঠা হবে।

বিএনপি মহাসচিব মন্তব্য করেন  নির্বাচন কমিশনের উপর মানুষের বিন্দুমাত্র আস্থা নেই। তিনি বলেন, এই নির্বাচনের ফলে নির্বাচনের অনুষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানটির উপরই মানুষের আস্থা চলে গেছে। এই নির্বাচনের ফলে নির্বাচন কমিশনের উপর আস্থা পুরোপুরি নষ্ট হয়ে গেল।

ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম