নির্বাচন সুষ্ঠু না হলে ফখরুল সাহেব পাশ করলেন কীভাবে: কাদের
ই-বার্তা ডেস্ক।। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতিসংঘের মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, জাতিসংঘ সংলাপের কথা বলেনি, তারা বলেছে- নির্বাচন নিখুঁত হয়নি। ভোট সুষ্ঠু না হলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাস করলেন কীভাবে?
আজ রোববার রাজধানীর বনানীতে সেতু বিভাগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসময় বিএনপির ভুল রাজনীতি ও মির্জা ফখরুলের সমালোচনায় বলেন, আগে বিএনপির ঘর সামলাতে হবে, নেতার পরিবর্তন দরকার। এখন ফখরুল সাহেবকে নিজ দলের লোকজন দালাল বলছেন। আরও অনেক কথা হয়তো বা আসবে।
ওবায়দুল কাদের নির্বাচন নিয়ে বিএনপির নানা অভিযোগ ও ফল প্রত্যাখ্যানের বিষয়ে বলেন, এটি পরাজিতদের মুখে ব্যর্থতার প্রলাপ।
কাদের ভোট নিয়ে জাতিসংঘের সংলাপের তাগিদের বিষয়ে বলেন, জাতিসংঘ সংলাপের কথা বলেনি, তবে গণতান্ত্রিক রাষ্ট্রে সংলাপ হতে পারে। প্রয়োজন হলে বিষয়টি পরে দেখা হবে।
ওবায়দুল কাদের এসময় মন্তব্য করেন যে, বিশ্বের কোনো দেশে নিখুঁত নির্বাচন হয় না। জাতিসংঘ বলেছে নির্বাচন নিখুঁত হয়নি। তারা বলেছে- সংলাপের কথা। আমার প্রশ্ন- বিশ্বের এমন কোনো দেশ কি দেখাতে পারবেন, যেখানে নিখুঁত ভোট হয়। নির্বাচনে কোনো না কোনো খুঁত থাকেই।
এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী দুর্নীতির বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তা মনে রাখার নির্দেশ দেন ।
এর আগে তিনি সেতু বিভাগের কর্মকর্তা এবং বাস্তবায়নাধীন প্রকল্প প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন।
ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম