নির্বাচন প্রতিযোগিতামূলক না হওয়ার দায় সরকারি দলের নেতাদের
ই- বার্তা ডেস্ক।। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা মন্তব্য করেছেন যে, আর কোনো আপস করতে পারি না। অনেক হয়েছে। আমরা এখন সাংবাদিকদের সহযোগিতা চাই।
আজ বৃহস্পতিবার বিকালে ফেনী সার্কিট হাউসের সম্মেলনকক্ষে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ফেনীতে কর্মরত আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে দফায় দফায় মতবিনিময় সভায় সিইসি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, উপজেলা নির্বাচনে একটি বড় রাজনৈতিক দল অংশগ্রহণ না করায় নির্বাচন প্রতিযোগিতামূলক হয়নি। এর দায় নির্বাচন কমিশনের নয়। এ দায়িত্ব সরকারি দলের নেতাদের। তারা ভোটারদেরকে কেন্দ্রে আনার দায়িত্ব নিতে পারছেন না।
তিনি আরও বলেন, সব জায়গায় নির্বাচন সুষ্ঠু হয়েছে। ফেনীর নির্বাচনও শতভাগ মডেল নির্বাচন হবে। ফেনীর নির্বাচনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে।
জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিকেএম এনামুর করিম।
উপস্থিত ছিলেন স্থানীয় সরকার কর্মকর্তা দেবময় দেওয়ান, চট্টগ্রাম বিভাগীয় নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার, জেলা পুলিশ সুপার এএসএম জাহাঙ্গীর আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) উক্কা সিং প্রমুখ।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম