নুসরাত হত্যা মামলার রায় এক মাসের মধ্যে চায় মানবাধিকার কমিশন
ই- বার্তা ডেস্ক।। ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার রায় আগামী একমাসের মধ্যে চাই। তাই দ্রুত এ মামলার রায় পেতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রতি অনুরোধ তারা যেন তদন্ত প্রতিবেদন দ্রুত আদালতকে দেয়। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক একথা বলেছেন।
আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে জাতীয় মানবাধিকার কমিশনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সম্মেলনে কাজী রিয়াজুল হক বলেন, ‘আমরা দেখেছি শিশু রাজন, রাকিব হত্যার ক্ষেত্রে পুলিশ দ্রুত তদন্ত প্রতিবেদন দেওয়ায় আদালত দ্রুত সময়ের মধ্যেই অপরাধীদের সর্বোচ্চ শাস্তি ঘোষণা করতে সক্ষম হয়েছিল। আমরা নুসরাতের ক্ষেত্রেও সেটা দেখতে চাই।’
তিনি বলেন, ‘নুসরাত হত্যার বিষয়ে যেসব তথ্য-প্রমাণ রয়েছে, তাতে মনে করি দ্রুত সময়ের মধ্যেই পিবিআই তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারবে।’
আইনে বলা আছে হাতেনাতে ধরা পড়লে ১৫ দিনের মধ্যেই পুলিশকে তদন্ত প্রতিবেদন দিতে হবে জানান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম