পঞ্চগড়ে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২
ই-বার্তা ডেস্ক।। শুক্রবার সন্ধ্যায় পঞ্চগড়ের বোদা উপজেলার নগর সাকোয়া এলাকায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- অটোরিকশাচালক জাহাঙ্গীর আলম (৪২) ও যাত্রী সবুজ রায় (২৬)।
এলাকাবাসীর বরাত দিয়ে বোদা থানার ওসি আবু হায়দার মো. আশরাফুজ্জামান জানান, সন্ধ্যায় ওই যাত্রীরা অটোরিকশায় উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। এ সময় নগর সাকোয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ওই অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক চালক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।
অবস্থা গুরুতর হওয়ায় তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত দুইজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু